মনোনয়ন পরিবর্তনের দাবি, ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা অবরোধ
মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এরপর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে মনোনয়ন থেকে বাদ পড়া কেন্দ্রীয় নেতাদের সমর্থকদের মধ্যে। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করা হয়।
এতে অংশ নেন দুই মনোনয়নবঞ্চিত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য এবং কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানের ক্ষুব্ধ সমর্থক ও নেতাকর্মীরা। এসময় দেড় ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় প্রায় ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী, রোগী ও চালকরা।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলেন হেলেন জেরিন খানের সমর্থকরা।
পুলিশ, স্থানীয় ও পথচারী সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে রাজৈরের শানেরপাড় বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে রাজৈর বাসস্ট্যান্ডে আসেন হেলেন জেরিন খানের সমর্থকরা। তারা বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে মহাসড়কের ওপর বসে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
অন্যদিকে একই সময়ে রাজৈর বাসস্ট্যান্ডে দলে দলে জড়ো হন মিল্টন বৈদ্যর সমর্থক ও নেতাকর্মীরা। তারা মহাসড়কের দুই স্থানে বেশ কয়েকটি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করেন। এসময় দেড় ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে উভয় দিকে প্রায় ৪ কিলোমিটার যানজট তৈরি হয়ে সাধারণ যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়। পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেড় ঘণ্টার চেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ কর্মসূচিতে মিল্টন বৈদ্যর পক্ষে নেতৃত্ব দেন রাজৈর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা এবং হেলেন জেরিন খানের পক্ষে নেতৃত্ব দেন রাজৈর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ জাকির হোসেন ও মাদারীপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান খান অহিদ। উপস্থিত ছিলেন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মাদারীপুর-২ আসনে চাঁদাবাজ ও ফ্যাসিবাদকে পুনর্বাসনকারী জাহান্দার আলী জাহানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত মনোনয়ন পরিবর্তন না করা হলে এই আন্দোলন অব্যাহত থাকবে।
মাদারীপুরের রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলার দুই আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় মনোনয়ন স্থগিত থাকা মাদারীপুর-১ (শিবচর) আসনে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে এবং মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে মনোনীত করা হয়। মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হন একাধিক কেন্দ্রীয় নেতা।
এর মধ্যে উল্লেখযোগ্য মাদারীপুর-২ আসনের মনোনয়ন পাওয়ার আশায় দীর্ঘদিন ধরে রাজপথে মিছিল-সমাবেশ করে আসছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান। এছাড়াও বেশ কয়েকজন স্থানীয় বিএনপি নেতা গণসংযোগ চালিয়ে আসছিলেন।
আকাশ আহম্মেদ সোহেল/এআরবি