রাজশাহী মহানগরের পাঁচজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। একই সাথে তাদেরকে সকল ধরণের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোটিশ পাওয়া নেতারা হলেন- রাজশাহী মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মিফতাহুল জান্নাত বিভা, মোতালেব হোসেন, যুগ্ম সদস্য সচিব নাহিদুজ্জামান রাজু, যুগ্ম আহ্বায়ক সুমাইয়া আক্তার ও সদস্য শুয়াইব আহমেদ।

প্রতিজনকে পৃথকভাবে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর ২০২৫ ও পরবর্তী কয়েক দিন ধরে রাজশাহীতে একটি রাজনৈতিক দলের কমিটিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আপনার বিরুদ্ধে উঠেছে। এটি অত্যন্ত গুরুতর অভিযোগ এবং জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দপ্তরের মারফত সভাপতি রিফাত রশিদ বরাবর জমা দিতে বলা হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর আহ্বায়ক আল আশরারুল ইমাম বলেন, রোববার দুপুরে কেন্দ্রীয় কমিটি তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। কেন্দ্রীয় কমিটি কোনোভাবে বিষয়টি জেনে এ নোটিশ দিয়েছে।

শাহিনুল আশিক/এআরবি