সিরাজগঞ্জে দুই এলাকার দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ ও ভাঙ্গাবাড়ি মহল্লায় টানা দুই দিন ধরে উত্তেজনা ছড়িয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৮-৩০ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।
রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে জেলার কাঠেরপুল এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং আশপাশের দোকানপাটও বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিবেশ স্বাভাবিক হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সন্ধ্যা ঘনিয়ে এলে আবারও দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, দীর্ঘদিনের বিরোধ, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এই বিরোধের জেরে শনিবার (৬ ডিসেম্বর) রাতে প্রথম দফায় দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
স্থানীয় এক বাসিন্দা বলেন, দুপুরে সংঘর্ষ বন্ধ হলেও সন্ধ্যা নামতেই আবার সংঘর্ষ শুরু হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন বলেন, ঘটনার বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তবে খবর পাওয়া মাত্র পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
নাজমুল হাসান/এআরবি