জমি নিয়ে বিরোধে, ভেকু-মোটরসাইকেল পুড়িয়ে দিল জনতা
ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে ভেকু ও মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এসময় তিনটি ডাম্প ট্রাক ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দীঘল গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ধামরাই ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুব্রত সাহা বলেন, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দীঘল গ্রামে ভেকু ও মোটরসাইকেল আগুনের খবর আসে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। তবে স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে কাজে বাঁধা দেন। পরে অল্প কিছু কাজ করে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন না নিভিয়ে ফিরে আসে বলে জানান তিনি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঢাকা পোস্টলে বলেন, একটি মোটরসাইকেল ও ভেকু আগুনে পুড়ে গেছে এবং তিনটি ডাম্প ট্রাকে ভাঙচুর করা হয়েছে। আমি ঘটনাস্থলে এসে দেখি কয়েক শতাধিক মানুষ। ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হলে উত্তেজিত জনতা ডাম্প ট্রাকেও আগুন ধরিয়ে দিত। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে জানা যায়, ভেকুটি মাটি কাটার জন্য নিয়ে এসেছিল। তবে খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) পরিদর্শন করেছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব ঢাকা পোস্টকে বলেন, এই জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে একটি ভেকু এবং মোটরসাইকেল আগুন দিয়েছে। মূলত এক পক্ষকে পুকুর করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কারণ ওই জমিতে কোনো ফসল উৎপাদন না হওয়ায় তাদের এই অনুমতি দেওয়া হয়। তবে তাদের শর্ত দেওয়া হয়েছিল ওই জমির মাটি কোথাও বিক্রি করা যাবে না। কিন্তু আজকে ডাম্প ট্রাক এবং ভেকু নিয়ে আসলে উত্তেজিত লোকজন আগুন দেয়। তবে উভয়পক্ষকেই আইনের আশ্রয় নিতে বলা হয়েছে বলে জানান তিনি।
লোটন আচার্য্য/আরকে