সিরাজগঞ্জ-৫ আসনে এনসিপির প্রার্থী মনজুর, যা বললেন মাহিন সরকার
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর ও সাবেক সংসদ সদস্য মনজুর কাদের। এ আসন থেকে তার সঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারও মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
বিজ্ঞাপন
মনোনয়ন ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহিন সরকার ঢাকা পোস্টকে বলেন, মনজুর কাদের একজন জনপ্রিয় নেতা এবং তিনি অতীতে সংসদ সদস্য ছিলেন। তার মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এনসিপিতে যুক্ত হওয়ায় আমি সাধুবাদ জানাই। একইসঙ্গে দলীয় স্বার্থে নিজের অবস্থান থেকে মনজুর কাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও জানান তিনি।
মনজুর কাদেরের রাজনৈতিক জীবনের শুরু বাংলাদেশ সেনাবাহিনীতে অবসর গ্রহণের পরে। তিনি ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে পুনরায় এমপি নির্বাচিত হন তিনি। তিনি ১৯৮৮ সালের ৩ মার্চ থেকে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
পরবর্তীতে ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন এবং ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ ছাড়াও তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে পাবনা-১ আসন থেকে এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৮ সালের নির্বাচনে মাত্র ১২৬ ভোটের ব্যবধানে পরাজিত হয়ে তিনি নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছিলেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এবার মনজুর কাদের সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে এনসিপির মনোনয়ন নিয়ে নির্বাচনী মাঠে নামছেন।
এ ছাড়াও সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) ও সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ দলীয় মনোনয়ন পেয়েছেন।
মো. নাজমুল হাসান/এএমকে