মধুখালী-বালিয়াকান্দি সড়কে দীর্ঘ ১৩ বছর পর নতুন করে বাস চলাচল শুরু হলেও মাত্র কয়েক মাসের মধ্যেই আবার বন্ধ হয়ে গেছে এই রুটের পরিবহন সেবা। যাত্রী সংকটের কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বাস মালিকরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস।

বাস মালিক সমিতির একাধিক সদস্য জানান, প্রতিদিনই বাসগুলো নিয়ে যাত্রী স্বল্পতায় চলাচল করছিল। ফলে পরিবহন খরচ উঠে না আসায় বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করতে হয়েছে। তাদের দাবি, যাত্রী না থাকলে রুটটি চালু রাখা অসম্ভব হয়ে পড়ে।

এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা আবারও পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ করে স্কুল–কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবীদের এখন অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করতে হচ্ছে। এতে সময়, ভাড়া ও নিরাপত্তা—সবদিক থেকেই ভোগান্তি বাড়ছে।

স্থানীয়রা জানান, রুটটি সচল রাখতে প্রয়োজন প্রশাসনের নজরদারি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের আস্থা ফিরিয়ে আনা। নয়তো এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আবারও ধূলিসাৎ হবে।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস বলেন, সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে দীর্ঘ ১৩ বছর পর চালু হয়েছিল রাজবাড়ীর বালিয়াকান্দি ও ফরিদপুরের মধুখালী রুটের বাস চলাচল। কিন্তু যাত্রী সংকটের কারণে মালিকদের খরচ উঠছিল না এ রুট থেকে। তাই বাধ্য হয়ে এই রুটে বাস চলাচল গত ৪ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য,  ২০১২ সাল থেকে সড়কের বেহাল অবস্থার কারণে বালিয়াকান্দি-মধুখালি রুটে বাস চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ১৩ বছর পর গত ২৩ সেপ্টেম্বর  রাজবাড়ী বাস মালিক সমিতির উদ্যোগে ৪০ কিলোমিটারের এ পথে পুনরায় বাস চলাচল শুরু হয়।

মীর সামসুজ্জামান সৌরভ/আরকে