সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ (মাঝে), তার স্ত্রী মারজিয়া আখতার সুমা (ডানে), বড় ভাই আবুল কালাম আজাদ (বামে)

হত্যা মামলায় কারাবন্দী আসামি পটুয়াখালী পৌরসভার আলোচিত সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ, তার স্ত্রী মারজিয়া আখতার সুমা, বড় ভাই আবুল কালাম আজাদ এবং আজাদের স্ত্রী আকলিমা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সর্বমোট ৩৯ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৫৩৮ টাকা সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (১১ ডিসেম্বর, বৃহস্পতিবার) দুপুরে পটুয়াখালী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাগুলো দায়ের করেন।

প্রথম মামলায় মহিউদ্দিন আহমেদ ও তার স্ত্রী মারজিয়া আখতার সুমাকে আসামি করা হয়েছে। আর দ্বিতীয় মামলায় মহিউদ্দিনের বড় ভাই ঠিকাদার আবুল কালাম আজাদ এবং তার স্ত্রী আকলিমা বেগম রুমাকে আসামি করা হয়েছে।

প্রথম মামলার সূত্রে জানা যায়, সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৭১ লাখ ৫৪ হাজার ২৩৬ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তার স্ত্রী মারজিয়া আখতার সুমা স্বামীর অবৈধভাবে অর্জিত ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৪৬০ টাকা মূল্যের সম্পদ অবৈধভাবে অর্জিত জেনেও ভোগদখলে রেখে তাকে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন। এ ঘটনায় দুজনের বিরুদ্ধেই দুদক আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে সাবেক মেয়রের বড় ভাই আবুল কালাম আজাদ ও তার স্ত্রী আকলিমা আক্তার রুমাকে আসামি করে আরেকটি মামলা করা হয়েছে।

দ্বিতীয় মামলায় উল্লেখ করা হয়, আবুল কালাম আজাদ জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৬ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৬০৫ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। তার স্ত্রী আকলিমা বেগম রুমা স্বামীর অবৈধভাবে অর্জিত ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৩৭ টাকা মূল্যের সম্পদ ভোগদখলে রেখে তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। ফলে তাদের বিরুদ্ধেও দুদক আইন অনুযায়ী মামলা করা হয়েছে।

এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, সাবেক মেয়র মহিউদ্দিন ও তার স্ত্রীসহ মোট চারজনের বিরুদ্ধে আজ পটুয়াখালী সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা রুজু করা হয়েছে। এখন পর্যন্ত চারজনকেই আসামি করা হয়েছে। তবে তদন্তে আরও কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এআরবি