হাতকড়া খুলে পালাল মাদক মামলার আসামি
বগুড়ায় আদালত চত্বর থেকে মাদক মামলার এক আসামি হাতকড়া খুলে পালানোর ঘটনা ঘটেছে। এনিয়ে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে কৌশলে পালিয়ে যায় শাহীন ওরফে মিরপুর (২০)। সে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর রাতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির জিডি নং-১৭৬-এর ভিত্তিতে চকসূত্রাপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলছিল। রাত ৮টার দিকে স্থানীয়দের সন্দেহ হলে থানার সামনে আকবরিয়া হোটেলসংলগ্ন এলাকায় ঘোরাফেরা করা শাহীনকে আটক করে তারা পুলিশের কাছে সোপর্দ করে।
বিজ্ঞাপন
পরদিন বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় শাহীন হঠাৎ হাতকড়া খুলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে না পারায় মুহূর্তের মধ্যেই সে আদালত চত্বর থেকে উধাও হয়ে যায়। এ সময় আদালত এলাকায় হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়।
এ বিষয়ে আদালতে দায়িত্বপ্রাপ্ত ইনস্পেক্টর শহীদুল ইসলাম বলেন, আসামি পালিয়ে গেছে এটা নিশ্চিত। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুতই তাকে আটক করা হবে।
বিজ্ঞাপন
তবে ঘটনার পর আদালত এলাকার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং পুলিশের গাফিলতি নিয়ে শহরজুড়ে তীব্র আলোচনা চলছে।
উল্লেখ্য, তিন মাস আগেও একই ধরনের পলায়নের ঘটনা ঘটেছিল। তবে তখন ২৪ ঘণ্টার মধ্যেই পালানো আসামিকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এআরবি