কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্য দিবালোকে আলোচিত স্বর্ণচুরির ঘটনায় অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা-পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের পর শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম শহরের বাকলিয়া এলাকায় দিনভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আশরাফ আলী প্রকাশ বাছা (৪২) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

এরপর রাত ১০টার দিকে আশরাফকে থানায় নিয়ে এসে ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া উখিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এস আই) তপু বড়ুয়া।

তিনি ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফ ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। বাকিদের গ্রেপ্তার ও চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে তৎপরতা অব্যাহত।

গত ৩ ডিসেম্বর (বুধবার) উখিয়া সদরে স্থানীয় সনজিত ধরের মালিকানাধীন মালতী জুয়েলার্স থেকে কৌশলে দুটি স্বর্ণের বাক্স হাতিয়ে নেয় সংঘবদ্ধ একটি চোরচক্র। পরদিন ৪ ডিসেম্বর, ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ঢাকা পোস্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হয় এবং  'উখিয়ায় জুয়েলার্সের দোকানে কৌশলে প্রকাশ্যে স্বর্ণ চুরি' শিরোনামে বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন প্রকাশিত হয়।

এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় এবং অন্যান্য গণমাধ্যমগুলোতেও সংবাদটি প্রকাশ পায়।

ভুক্তভোগী সনজিত ধর বলেন, আমার কয়েক লাখ টাকার স্বর্ণ কৌশলে চুরি করেছে তারা। সিসিটিভি ফুটেজ দেখে কেউ চিনে থাকলে জানানোর অনুরোধ করেছিলাম এবং থানায় অভিযোগ দিয়েছিলাম। ঢাকা পোস্টসহ সাংবাদিকরা আমাকে সহযোগিতা করেছেন। ফলে আজ একজন অপরাধী ধরা পড়ল। আশা করছি, দ্রুত বাকিরাও ধরা পড়বে এবং আমি স্বর্ণগুলো ফিরে পাবো।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, জননিরাপত্তায় পুলিশ বদ্ধ পরিকর, যে কোনো অভিযোগকে গুরুত্ব দিই আমরা। নাগরিকদের স্বার্থে এমন তৎপরতা অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

ইফতিয়াজ নূর নিশান/এএমকে