নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : আলতাফ চৌধুরী
পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি ও বিদেশি একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ড ও হামলার ঘটনা ঘটছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী শহরের শেরে বাংলা সড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
আলতাফ হোসেন চৌধুরী বলেন, গত মাসের ৫ তারিখে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীর ওপর হামলা এবং সম্প্রতি ঢাকায় সংঘটিত হামলার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। এসব ঘটনার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত বলে আমরা মনে করি।
তিনি আরও বলেন, ঢাকায় সংঘটিত সাম্প্রতিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এতে বিএনপির একজন প্রার্থী ও জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে ইঙ্গিত করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে এবং জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ধরনের জঘন্য ঘটনা কোনোভাবেই চলতে দেওয়া হবে না।
বিজ্ঞাপন
এ সময় পটুয়াখালী জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএআর