ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় কুমিল্লা সীমান্তে সতর্কতা বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ অংশগুলোতে দ্বিগুণ সতর্কতা অবলম্বন করা হয়েছে। হাদির ওপর গুলি করা আততায়ী যেন দেশত্যাগ করতে না পারে সেই লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন বিজিবির কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবির এই কর্মকর্তা বলেন, শুক্রবার দুপুর থেকেই কুমিল্লা সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের কুমিল্লার ১০৬ কিলোমিটার অংশে পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। যেসব এলাকা দিয়ে অনুপ্রবেশের ঝুঁকি আছে, সেসব এলাকায় স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বাড়ানো হয়েছে। 

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই বিজিবির প্রধান দায়িত্ব। সন্ত্রাসীরা যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবির অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন তিনি।

আরিফ আজগর/আরএআর