নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টার থেকে এম এ আলীম সজল নামে ভুয়া উচ্চতর ডিগ্রিধারী এক চিকিৎসককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়।

রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে বাগাতিপাড়া উপজেলার এনসিপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক উমর ফারুকের মালিকানাধীন ‘সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে’ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া।

আটক এম এ আলীম সজল নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার মৃত নবাব আলীর ছেলে। অভিযানকালে তিনি নিজের ব্যবহৃত উচ্চতর ডিগ্রির পক্ষে কোনো বৈধ সনদ বা প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন।

এ সময় উপস্থিত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান, এম এ আলীম সজল দীর্ঘদিন ধরে ভুয়া উচ্চতর ডিগ্রি ব্যবহার করে বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। বিষয়টি এনএসআইয়ের নজরে এলে তাদের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত প্রমাণের আলোকে ভ্রাম্যমাণ আদালত জনস্বার্থ বিবেচনায় অভিযুক্ত ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেন।

ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও এনসিপি নেতা উমর ফারুক বলেন, আমি জানতাম না তিনি ভুয়া ডাক্তার। কাগজপত্র চাইলে তিনি কিছু সার্টিফিকেট দেখান এবং প্রয়োজনে আরও কাগজপত্র দেওয়ার কথা বলেন। তবে সেগুলো যাচাই-বাছাই করা হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আশিকুর রহমান/এমএএস