বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালীর সেনবাগ উপজেলা শাখার আহ্বায়ক মো. সানা উল্লাহর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ খবরে তার অনুসারী ও নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদায়) মো. জাহাঙ্গীর আলম।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে তার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। ওই চিঠিতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন দেন।

অনুমোদনপত্রে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী জেলা শাখার অধীনস্থ সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানা উল্লাহর সাংগঠনিক পদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকছে না।

জানা গেছে, গত ২৬ জুন (বৃহস্পতিবার) সকালে সেনবাগ উপজেলার সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে দলবল নিয়ে সরাসরি পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশের অভিযোগে সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানা উল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরদিন শুক্রবার (২৭ জুন) বিকেলে সেনবাগ বাজারে উপজেলা ছাত্রদলের ব্যানারে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেন, সানা উল্লাহ দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের প্রতি তার আনুগত্য প্রশ্নাতীত। পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশ কোনো পরিকল্পিত কাজ ছিল না, এটি ছিল একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির ফল। তারা বিষয়টি তদন্তসাপেক্ষে নিষ্পত্তির দাবি জানান এবং দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহারের আহ্বান জানান। মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানা উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধৈর্য ধারণ করেছি এবং দলের সিদ্ধান্তের ওপর আমার পূর্ণ আস্থা ছিল। আলহামদুলিল্লাহ, অবশেষে দল বিষয়টি বুঝতে পেরেছে। আমি আমার সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঢাকা পোস্টকে বলেন, সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা রক্ষার প্রশ্নে ছাত্রদল সবসময় আপসহীন। তবে প্রাপ্ত তথ্য, সংশ্লিষ্টদের বক্তব্য এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আমরা দেখেছি- এটি কোনো পরিকল্পিত বা সংগঠনবিরোধী কর্মকাণ্ড ছিল না, বরং একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির ফল। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাই মোহাম্মদ সানা উল্লাহর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করি, তিনি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে কাজ করবেন।

হাসিব আল আমিন/এআরবি