ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় এবং দুজন উপসর্গে মারা গেছেন।

শনিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনায় মারা যাওয়া ব্যক্তি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন। আর উপসর্গে মারা যাওয়া দুজন হাসপাতালের জরুরি বিভাগে ছিলেন।

করোনায় মারা গেছেন শহীদুল ইসলাম (৬০)। তিনি জেলার মধুখালী উপজেলার বাসিন্দা। করোনা শনাক্তের পর তার শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার (২৫ জুন) সকালে তাকে আইসিইউতে আনা হয়। ওই দিন বিকেল ৪টার দিকে মারা যান তিনি। 

করোনা উপসর্গে মারা গেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাগাট গ্রামের সুকন্ঠ বিশ্বাস (৬৫) এবং বোয়ালমারী উপজেলার ভুলবাড়িয়া গ্রামের ছোয়াদ আলী চৌধুরী (৮০)।

করোনা ওয়ার্ডের নাসিং সুপারভাইজার ফাতেমা বেগম জানান, সুকন্ঠ শুক্রবার সকালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মারা যান। আর ছোয়াদ আলী ভর্তি হন বৃহস্পতিবার (২৪ জুন)। তিনি শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা শনাক্ত হয়ে শনিবার সকাল পর্যন্ত ভর্তি রয়েছেন ১১৭ জন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। এ ছাড়া করোনা সন্দেহে আরও ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় একজনসহ এ পর্যন্ত ফরিদপুরে করোনা হয়ে মারা গেছেন ৮৬ জন। তবে ফরিদপুর এবং আশপাশের জেলাসহ ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে এ পর্যন্ত মারা গেছেন ২১২ জন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে এ পর্যন্ত ১২ হাজার ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৪ দশমিক ৩৪ শতাংশ।

এসপি