তারেক রহমানের অপেক্ষায় দেশ
১৮ বছর পর সাজানো হচ্ছে বগুড়ার ‘গ্রীন এস্টেট’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন। তার এই সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বগুড়ায় সাজ সাজ রব পড়ে গেছে।
শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনে অবস্থিত তার নিজস্ব বাসভবন ‘গ্রীন এস্টেট’-এ শুরু হয়েছে ব্যাপক সংস্কার ও ধোয়ামোছার কাজ। দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে অব্যবহৃত থাকা তিনতলা ভবনটিতে বর্তমানে দিনরাত কাজ চলছে।
বিজ্ঞাপন
সরেজমিনে শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে দেখা গেছে, ভবনের ভেতরে ও বাইরে নতুন করে রং করা হচ্ছে। নষ্ট হয়ে যাওয়া আসবাবপত্র মেরামত এবং বৈদ্যুতিক ও স্যানিটারি লাইনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর সরাসরি তত্ত্বাবধানে এই সংস্কার কাজ পরিচালিত হচ্ছে। সংস্কার কাজের বিষয়ে তিনি জানান, তারেক রহমান দেশে ফিরে বগুড়ায় এলে যেন নিজের বাড়িতেই অবস্থান করতে পারেন, সেই লক্ষ্যেই আমরা বাড়িটি নতুন করে বাসযোগ্য করে তুলছি। তিনি বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন, এমনটিই সাধারণ মানুষের প্রত্যাশা। বগুড়ায় এলে এই গ্রীন এস্টেট হবে তার মূল ঠিকানা।
বাড়িটির দেখভালের দায়িত্বে থাকা রেজা জানান, ২০০৪ সাল থেকেই তিনি এই ভবনের সঙ্গে যুক্ত। দীর্ঘ সময় পরিত্যক্ত থাকায় অনেক কিছুই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল, যা এখন নতুন করে ঠিক করা হচ্ছে।
এলাকার বাসিন্দা আরব আলী নামে একজন বলেন, ছোটবেলা থেকেই জানি এটি তারেক রহমানের বাড়ি। ১৮ বছর পর বাড়িটি আবার প্রাণ ফিরে পাচ্ছে দেখে ভালো লাগছে। তিনি ফিরলে এই এলাকা আবারও রাজনৈতিকভাবে মুখর হয়ে উঠবে।
তারেক রহমান যখনই বগুড়া সফরে আসতেন, এই বাড়ি থেকেই তিনি উত্তরাঞ্চলের জেলাগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই বাড়ির সংস্কার কাজ শুরু হওয়ায় বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে।
আব্দুল মোমিন/এএমকে