‎২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে পাবনা থেকে ঢাকায় যাচ্ছেন প্রায় ২৫ হাজার নেতাকর্মী। যাতায়াতের সুবিধার্থে প্রায় দুই শতাধিক বাস-মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। ঢালারচর এক্সপ্রেস ট্রেন ভাড়া করা হয়েছে। এছাড়া কয়েকটি ট্রেনের বগি বুকিং দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার( ২৩ ডিসেম্বর) সকালে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করতে পাবনা থেকে বিএনপি বিভিন্ন স্তরের ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। অনেক নেতাকর্মী গতকালই ঢাকায়  চলে গিয়েছেন। আজও যাচ্ছেন। প্রায় দুই শতাধিক গাড়ি ভাড়া করা হয়েছে। এছাড়াও রাজশাহী থেকে ঢালারচরগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেন ভাড়া করা হয়েছে।

‎পাবনা জেলা বিএনপি সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলা থেকে ১৮৫টি বাস, অন্যান্য উপজেলা থেকে বাস, মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। তবে এটার সংখ্যা বলতে পারেননি নেতৃবৃন্দ। এ

‎সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রইজ উদ্দিন বিশ্বাস বলেন, আমাদের দেশনায়ক তারেক রহমান দেশ আসতেছেন, একনজর দেখার জন্য আমরা ঢাকায় যাচ্ছি।  খুবই ভালো লাগছে। আমরা বহর নিয়ে নিয়ে ঢাকায় যাব।  সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি।

‎পাবনা জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের (জাসাস) আহ্বায়ক খালেদ হোসেন পরাগ বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ। ঢাকায় ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাবনা থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এ উপলক্ষ্যে বাস,মাইক্রোবাস, ট্রেন ভাড়া করা হয়েছে। আমরা জাসাসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

‎পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকায় নেতাকর্মীরা যাবেন এ উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অসংখ্য গাড়ি ভাড়া করা হয়েছে। এছাড়াও ১০টি ট্রেনের বরাদ্দের মধ্যে একটি আমাদের দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ট্রেনের বগি বুকিং দেওয়া হয়েছে। স্বাচ্ছন্দে যাতে নেতাকর্মীরা ঢাকায় গিয়ে অনুষ্ঠান সাকসেসফুলি করে আবার পুনরায় জেলায় ফিরে আসতে পারে।

‎রাকিব হাসনাত/আরএআর