খুলনা থেকে ঢাকায় আসবেন বিএনপির ১০ হাজার নেতাকর্মী
২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা জানাতে খুলনার ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবে। বাস, ট্রেন ও ব্যক্তিগত গাড়িতে ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতারা এমন তথ্য জানিয়েছেন।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পি ঢাকা পোস্টকে বলেন, সব থানা থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। তিনশো ফিটের আগারগাঁও গেট এলাকায় নেতাকর্মীরা জড়ো হবে। জেলা থেকে ৫ হাজারের বেশি নেতাকর্মী সেখানে যাবে বলে তিনি আশাবাদী।
বিজ্ঞাপন
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খুলনা থেকে বিএনপি নেতাকর্মীরা বাস বুকিং দিচ্ছে। প্রার্থীরা বুকিং দিচ্ছে, জেলা বিএনপি, মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের পক্ষ থেকে আলাদা বুকিং দেওয়া হচ্ছে। এগুলো পৃথকভাবে বুকিং দেওয়া হচ্ছে। যে কারণে বাসের সংখ্যার সঠিক পরিসংখ্যান বলা যাচ্ছে না। তবে হাজার হাজার নেতাকর্মী।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু ঢাকা পোস্টকে বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করতে থানায় থানায় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রার্থীরা মূল ব্যবস্থাপনা করছে, আমরা সমন্বয় করছি। জেলার সব ইউনিট থেকে নেতাকর্মীরা যাবে। তিনি বলেন, বাস-ট্রেনে করে নেতাকর্মীরা যাচ্ছে। আজকেও অনেকেই গেছে। ঢাকায় যার যার আত্মীয়-স্বজনের বাড়িতে আগে-ভাগেই গিয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতো বছর পরে দেশে আসছেন, সবাই নিজের অনুভূতি থেকে যাচ্ছে। জেলা থেকে ধাপে ধাপে দেড় শতাধিক বাস ঢাকায় যাবে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা ঢাকা পোস্টকে বলেন, মহানগর থেকে শতাধিক বাস যাবে। এছাড়া ট্রেনে ও ব্যক্তিগত যানবাহনেও নেতাকর্মীরা ঢাকায় যাবে। সবমিলে ৫ হাজারের বেশি নেতাকর্মী খুলনা মহানগর থেকে ঢাকায় যাবে।
খুলনা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও খুলনা মহানগরের সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ঢাকা পোস্টকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা দেবেন। খুলনা থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ট্রেন ও বাসে করে আমরা ঢাকায় যাওয়ার কথা চিন্তা করছি। যার যার গাড়ি আছে, সব নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।
তিনি বলেন, গত শতাব্দীর মধ্যে এটি হবে একটি বড় ধরনের সংবর্ধনা যেটি আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন যাত্রা শুরু করবে এবং জনগণের সেই প্রত্যাশা পূরণ হবে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্তমান সময়ে তারেক রহমান। তার আগমনকে স্বাগত জানাতে আমরা অবস্থান করব রাজধানীর ৩০০ ফিটে। যেখান থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে। মূল দল অঙ্গ সংগঠন, কর্মী সমর্থক ওয়ার্ড এবং থানা পর্যায় ও মহানগর পর্যায়ে সকলে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জেলা ও মহানগর মিলে ১০ হাজারের বেশি নেতাকর্মী ঢাকায় যাবে।
এর আগে গত ১৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির প্রস্তুতি সভায় বাস, ট্রেন ও ব্যক্তিগত পরিবহনের মাধ্যমে মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ হাজার নেতাকর্মীর ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মোহাম্মদ মিলন/এমএএস