ঘন কুয়াশায় গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১২ জন আরোহী। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলাধীন সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রৌমারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দ্রা বাস টার্মিনাল থেকে ছেড়ে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় পৌছলে ঘন কুয়াশার কারণে মালবাহী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। 

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সওগাতুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম সেখানে গিয়েছে। পরিবহন জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান। 

আশিকুর রহমান/আরকে