ঝালকাঠির একমাত্র খ্রিস্টান পল্লী নলছিটি উপজেলার রাজাবাড়িয়া গ্রামে বসবাসরত ২২টি খ্রিস্টান পরিবারের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের শিশুদের সঙ্গে কেক কেটে বড়দিনের আনন্দ ভাগাভাগি করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজাবাড়িয়া চার্চ প্রাঙ্গণে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় তিনি শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং বড়দিনের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ এবং নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম উপস্থিত ছিলেন।

চার্চের সভাপতি পলাশ রবিন গোমেজ বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করেছি। রাজাবাড়িয়া গ্রামে বর্তমানে ২২টি খ্রিস্টান পরিবার বসবাস করে। আমরা স্থানীয় সব ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। জেলা প্রশাসক মহোদয় আমাদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগাভাগি করায় আমরা কৃতজ্ঞ।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে। বড়দিনের মতো উৎসবে আমরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করি—এটাই আমাদের শক্তি। রাজাবাড়িয়ার এই খ্রিস্টান পল্লীতে বসবাসরত পরিবারগুলো স্থানীয় সমাজের সঙ্গে যেভাবে মিলেমিশে আছে, তা সত্যিই প্রশংসনীয়।

স্থানীয়দের মতে, বড়দিন উপলক্ষে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে এবং ঝালকাঠির একমাত্র খ্রিস্টান পল্লীতে উৎসবের আনন্দকে আরও গভীর করে তোলে।

মো. শাহীন আলম/এসএমডব্লিউ