ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় ১৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে গতকাল সন্ধ্যা থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডিব্লিউটিসির বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীর অববাহিকায় কুয়াশা কেটে গেলে আজকে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ফিরে চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। দীর্ঘ সময় নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুয়ায়ী নৌরুট পারাপার করা হচ্ছে।

অন্যদিকে গতকাল সন্ধ্যা সোয়া ৮ থেকে যমুনায় ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুট বন্ধ থাকার পর আজকে সকাল ১০টার দিকে নদীতে কুয়াশার কেটে য়াওয়া এই নৌরুটেও ফেরি চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা ফেরিঘাটে ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ্।

সোহেল হোসেন/আরকে