আলমগীর হোসেন

‎পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।  গত বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের পরিবর্তে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলের দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিরোজপুর-১ আসনে আলমগীর হোসেনকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন। পূর্বের প্রার্থীর শারীরিক অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

‎পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বিষয়টি নিশ্চিত করেছেন।

‎এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। ঘোষিত ২৩৭ আসনের তালিকায় পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে পিরোজপুর ২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) ও পিরোজপুর ৩ (মঠবাড়িয়া) আসনের প্রার্থী চূড়ান্ত করলেও ঝুলে থাকে পিরোজপুর ১ আসনের মনোনয়ন। সে সময় পিরোজপুর ২ আসনে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে ও ভান্ডারিয়া বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়ন দেওয়া হয় এবং পিরোজপুর ৩ আসনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমীন দুলালকে মনোনয়ন দেয় দলটি। তবে পিরোজপুর-১ আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করলেও কাউকেই মনোনয়ন দেয়নি দল।

পরে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য আরও ৯ আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দেয় বিএনপি সেখানে পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন দেওয়া হয়। তবে সর্বশেষ আজ মনোনয়ন পরিবর্তন করে পিরোজপুর ১ আসনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়।

‎পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, মোস্তফা জামাল হায়দার নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে নির্বাচনে অংশগ্রহণে অপারগতার কথা প্রকাশ করলে অধ্যক্ষ আলমগীর হোসেনকে পিরোজপুর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়। এ আসনে জেলা বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় দলের সবাই খুশি।

‎এ বিষয়ে মনোনয়ন পাওয়া আলমগীর হোসেন বলেন, আমি দীর্ঘ দিন নিঃস্বার্থভাবে বিএনপির রাজনীতি করেছি। এ জন্য আমি খুশি। ইনশাআল্লাহ দলের সবাইকে নিয়ে আসছে নির্বাচনে জয়ী হয়ে বিএনপিকে এ আসন উপহার দেব।

‎শাফিউল মিল্লাত/আরএআর