বরগুনার পাথরঘাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায় চৌধুরী মারুফ নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার কৃষক দলের আহ্বায়ক ছিলেন। নিহত মারুফ পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরীর ছেলে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটার কমিউনিটি সেন্টার নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত চৌধুরী মো. মারুফের চাচা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন চৌধুরী মো. মারুফ। এ সময় তিনি একাই ছিলেন। পরে পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটা কমিউনিটি সেন্টার নামক এলাকায় পৌঁছালে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে বরিশালে নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া নামক এলাকায় পৌঁছালে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, উপজেলা কৃষক দলের নেতার দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখান পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ পাথরঘাটায় পৌঁছালে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুল আলীম/আরকে