নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৮ জনে। এ সময় নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮১৬ জনে।

শনিবার  (২৬ জুন) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষায় নোয়াখালী সদর, সুবর্ণচর ও চাটখিলের একজন করে মোট তিনজনের করোনা শনাক্ত হয়েছে। 

এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮১৬ জন। যার মধ্যে সদরের ৪ হাজার ১৫৭ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৬৫৯ জন রয়েছেন।

তিনি আরও জানান, করোনায় নোয়াখালীতে মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সদরের ২৬ জন আর বিভিন্ন উপজেলার ১১২ জন।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা আবারও সাত দিন বাড়িয়ে ২ জুলাই রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। এ সময় নতুন করে চৌমুহনী পৌরসভা এবং বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ও একলাশপুর ইউনিয়নকে লকডাউনের আওতায় আনা হয়।

হাসিব আল আমিন/ওএফ