ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন থেকে ৫ জন ও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসন থেকে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন রোববার রাতে এ তথ্য জানিয়েছেন।

রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমির অ্যাড. মো. নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জেলার সেক্রেটারি মো. আরিফুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জাকের পার্টির প্রার্থী দলটির জেলার সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

অপরদিকে, রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদ ওরফে হারুন মাস্টার, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে জেলার প্রধান সমন্বয়করী সাইয়েদ জামিল ওরফে জামিল হিজাযী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মালেক, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাসিরুল হক সাবু, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম ও সোহেল মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নাসিরুল হক সাবু ও মুজাহিদুল ইসলাম বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

জেলা নির্বাচন অফিসার জালাল উদ্দিন বলেন, রাজবাড়ীর দুইটি সংসদীয় আসন থেকে ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

মীর সামসুজ্জামান সৌরভ/এনএফ