লোকালয়ে বেরিয়ে গাড়িচাপায় হরিণের মৃত্যু, পেটে ছিল দুই শাবক
গাজীপুরে গহীন বন থেকে লোকালয়ে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে এক হরিণের মৃত্যু হয়েছে। এ সময় ওই হরিণের পেটে থাকা দুই শাবকেরও মৃত্যু হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কাচিঘাটা রেঞ্জের সদর বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, রোববার (২৮ ডিসেম্বর) রাতে জেলার কালিয়াকৈর উপজেলাধীন শালদহ পাড়া এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে হরিণটি মারা গেছে। খবর পেয়ে মৃত শাবকসহ হরিণটি উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে মৃত হরিণসহ শাবক দুটিকে মাটিচাপা দেওয়া হবে। যেখানে হরিণ গাড়ি চাপায় মারা গেছে তার আশপাশে গভীর বনাঞ্চল। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা অনেক আগে থেকেই কয়েকটি হরিণ ওই এলাকায় বিচরণরত অবস্থায় দেখে আসছেন।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সুরুজ্জামান বলেন, হরণটি কোথা থেকে সেখানে এসেছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে স্থানীয় ধারণা করছেন, গাজীপুর সাফারি পার্কে থেকে হরিণটি বের হয়ে লোকালয়ে চলে আসলে দুর্ঘটনার শিকার হয়।
বিজ্ঞাপন
তবে পার্ক কর্তৃপক্ষ হরিণ লোকালয়ে চলে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, পার্ক থেকে কোনো হরিণ লোকালয়ে যাওয়ার খবর সঠিক নয়। পার্কে থাকা হরিণগুলো পার্কে বিচরণরত অবস্থায় আছে।
আরকে