শহীদ হাদি হত্যাকাণ্ড, বিচার দাবিতে নওগাঁয় মোদির কুশপুতুল দাহ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মুক্তির মোড় এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে জেলা পরিষদ পার্কের সামনে থেকে নরেন্দ্র মোদির কুশপুতুল হাতে নিয়ে ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে কুশপুতুল দাহের মাধ্যমে তারা তাদের প্রতিবাদ জানায়।
বিজ্ঞাপন
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব, বিচার বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাইসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশের সকল জনগণ ওসমান হাদি হত্যার বিচারের দিকে তাকিয়ে আছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই হাদি ভাইকে জীবন দিতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও এ বিচারের বিষয়ে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। আমরা বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার বন্ধ করতে শহীদ ওসমান হাদি যে যুদ্ধ ঘোষণা করেছিলেন, আমরা সেই যুদ্ধ চালিয়ে যাবো। আজ ভারতের প্রধানমন্ত্রী ধর্মীয় উগ্রবাদী মোদির কুশপুতুল আগুনে পুড়িয়ে আমরা জানিয়ে দিলাম, মোদির মোড়লগিরি বাংলাদেশে আর সহ্য করা হবে না। ভারত খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। ওসমান হাদির হত্যাকারীরা ভারতে অবস্থান করছে, দ্রুত তাদের দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, সাদনান সাকিব, মেহেদী হাসানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মনিরুল ইসলাম শামীম/এআরবি