গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ২০টি ঝুটের গুদাম ও গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল। রোববার (২৭ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ৭টার দিকে স্থানীয় সোহেল তাজের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের মিজান শেখ, গিয়াসউদ্দিন, করিম, শাহ আলম, এনামুলের ঝুটের গুদামসহ আরও ১০টি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং কাশিমপুর ডিবিএল-১ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।
বিজ্ঞাপন
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শিহাব খান/এসপি
বিজ্ঞাপন