নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকা থেকে একটি সচল একনলা বন্দুক ও একটি শটগান কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আলাউদ্দিন সাকিনস্থ ধানক্ষেতসংলগ্ন একটি ডোবার পশ্চিম পাশের ঝোপে হলুদ রঙের একটি বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সচল একনলা বন্দুক ও একটি শটগান কার্তুজ উদ্ধার করা হয়।

টহল ডিউটির সময় গোপন সূত্রে অস্ত্র পরিত্যক্ত থাকার তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ জব্দ করে জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এগুলো চরজব্বর থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

হাসিব আল/আরকে