ভোলার মেঘনা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণবোঝাই এমভি দিলোয়ারা-৩ নামের একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে বোটের মাঝি ও শ্রমিকরা জানান, ওই দিন রাতে মাঝ মেঘনায় ঘন কুয়াশার কারণে এ নৌরুটে চলাচলকারী অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণবোঝাই নৌকাটিও নদীতে নোঙর করে রাখা হয়েছিল। এ সময় অজ্ঞাত একটি কার্গো জাহাজ নৌকাটির পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তারা লক্ষ্য করেন, নৌকায় পানি ঢুকছে এবং নৌকাটির প্রায় ৯৫ ভাগ ডুবে যায়। এরপর নৌকায় থাকা মাঝিসহ অন্যান্য শ্রমিকরা অন্য নৌকায় উঠে তীরে আসেন।

নৌকার মাঝি মো. বিল্লাহ হোসাইন ঢাকা পোস্টকে বলেন, গতকাল সকালে কুতুবদিয়া থেকে নৌকায় ৩০০ মণ লবণ বোঝাই করে চট্টগ্রাম চ্যানেল দিয়ে যাত্রা শুরু করি। ভোলার মেঘনা নদী হয়ে খুলনার দিকে যাওয়ার পথে আমাদের নৌকাটিকে অচেনা একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। ধাক্কায় নৌকার একপাশ ফেটে যায় এবং পরবর্তীতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহত না হলেও আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ভোলা সদর ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

খাইরুল ইসলাম/এআরবি