ভোলা পৌরসভাসহ সদর উপজেলার সব এলাকায় আজ (শনিবার) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহের ৩৩ কেভি প্রধান লাইনের পুরোনো কেবল পরিবর্তনের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ওজোপাডিকোর ভোলা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের এই বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে জানানো হয়েছে, আজ ৩ জানুয়ারি, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওজোপাডিকোর আওতাধীন ভোলা পৌরসভাসহ সদর উপজেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি মেইন লাইনের পুরোনো কেবল পরিবর্তন ও সংস্কার কাজের জন্য এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংস্কার কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।

মো. খাইরুল ইসলাম/বিআরইউ