দ্বৈত নাগরিকত্ব
কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার সালেহীর মনোনয়ন বাতিল
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহীর মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে দ্বৈত নাগরিকত্ব হওয়ায় তা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এই মনোয়নপত্র বাতিলকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
গত শুক্রবার (২ জানুয়ারি) মাহাবুবুল আলম সালেহীর দ্বৈত নাগরিকত্বের কাগজপত্রের জটিলতার কারণে মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়। রোববার (৪ জানিুয়ারি) দুপুর ২টার মধ্যে বৈধ কাগজপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার অফিসে যোগাযোগ করতে বলা হয়। সে অনুযায়ী জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী তার লোকজনসহ কাগজপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার অফিসে উপস্থিত হন। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ তার অফিস কক্ষ থেকে কনফারেন্স কক্ষে বসেন। সেখানে তিনি জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন। বিষয়টি নিয়ে জামায়াতের প্রার্থী ও দলের নেতৃত্ববৃন্দ কিছু বলতে চাইলে তিনি আসন ছেড়ে নিজ অফিস কক্ষে চলে যান।
বিজ্ঞাপন
এদিকে খবরটি ছড়িয়ে পড়লে জামায়াতের নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় জমান। এতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী বলেন, তিনি (রিটার্নিং কর্মকর্তা) প্রভাবিত হয়ে মনোনয়নপত্রটি বাতিল করেছেন। আমাদের কোনো কথা শোনেনি এবং আমার কোন কাগজপত্র দেখতেও চাননি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।
বিজ্ঞাপন
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মোবাইলে কল দেওয়া হলে তিনি কেটে দেন। পরে তার নম্বরে এস এম এস করা হলেও কোন সাড়া পাওয়া যায় নি।
মমিনুল ইসলাম বাবু/আরএআর