গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গুপিনাথপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন কোচাশহর ইউনিয়নের বুনোতলা গ্রামের বাসিন্দা চান মিয়া (৫৫)। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে একটি পাথরবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় বালুবাহী ট্রাকটির চালক ও হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপন আকন্দ/এএমকে