কুষ্টিয়ায় মালিকবিহীন অ্যালকোহল ও নকল বিড়ি উদ্ধার
কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অবৈধ নকল বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন।
সোমবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০৪ বোতল সিনা অ্যালকোহল ও ১ হাজার ২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করেছে বিজিবি ৪৭ ব্যাটালিয়ন। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৭ হাজর ৬০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা অ্যালকোহল ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন স্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
এসএসএইচ