বরগুনার আমতলী উপজেলায় দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব থামাতে গিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জহিরুল সিকদার (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই হত্যাকাণ্ডে জড়িত চাচাতো ভাই মুনসুর সিকদারকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ বছর ধরে পৈতৃক সূত্রে পাওয়া ২৬ শতাংশ জমি নিয়ে আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া এলাকার বাসিন্দা মুনসুর সিকদার ও তার ভাই ফরিদ সিকদারের সঙ্গে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে তাদের মধ্যে একাধিকবার সালিশ বৈঠক হলেও এর কোনো সুরাহা হয়নি। পরে ওই জমি নিয়ে চলমান বিরোধের জেরে মুনসুর সিকদার ছুরি নিয়ে ভাই ফরিদ সিকদারকে ধাওয়া দিলে চাচাতো ভাই জহিরুল সিকদার তাকে বাধা দেয়। এতে মুনসুর সিকদার ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই জহিরুলের বাম পাঁজরে ছুরিকাঘাত করেন। পরে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় জহিরুলকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুনসুর সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধারসহ মুনসুরের স্ত্রী শেফালি বেগমকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। 

আব্দুল আলীম/আরএআর