কাজের প্রলোভনে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ, কলেজ ছাত্র আটক
কাজের আশ্বাস দিয়ে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে কক্সবাজারের রামুর পানেরছড়া এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক মোহাম্মদ বাবু (২২) রামু কলেজের শিক্ষার্থী। তিনি উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার বাসিন্দা নুরুল আবছারের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে দিনমজুরির কাজের কথা বলে তিন রোহিঙ্গা যুবককে ক্যাম্প থেকে ডেকে নেয় একটি চক্র। পরে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে চোখ-মুখ বেঁধে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় দুই যুবকের কাছ থেকে ৩ লাখ টাকা আদায় করা হয়।
তৃতীয় যুবকের মুক্তিপণের টাকা নিতে গেলে স্থানীয়রা জড়ো হলে অপহরণে জড়িত ৪–৫ জন পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা মো. বাবুকে ধরে শনিবার সন্ধ্যা ৮টার দিকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তিন অপহৃত যুবককে উদ্ধার করে হেফাজতে নেয়।
বিজ্ঞাপন
এদিকে এই অপহরণে জড়িত থাকার স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এরশাদুল্লাহ ও জালাল আরও দুজনের নাম ওঠে এসেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উদ্ধারকৃত রোহিঙ্গা যুবকদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।
ইফতিয়াজ নুর নিশান/এমটিআই