দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬৫ জনে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৭৮ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১৮৮ জন।

সোমবার (২৮ জুন) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এদের মধ্যে সদর উপজেলায় ৯৭ জন, হাকিমপুরে পাঁচজন, বিরামপুরে ১৬ জন, বিরলে আটজন, বীরগঞ্জে চারজন, বোচাগঞ্জে ১০ জন, চিরিরবন্দরে একজন, ফুলাবাড়িতে ১৬ জন, কাহারোলে সাতজন, খানসামায় তিনজন, নবাবগঞ্জে সাতজন এবং পার্বতীপুরে চারজন রয়েছেন।

এসপি