এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ২১৫ জন

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও তিনজন করোনা শনাক্ত রোগীর মৃত্যু হয়েছে। একই সময় নতুন শনাক্ত হয়েছে আরও ১৬২ জনের। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ২১৫ জন।

সোমবার (২৮ জুন) বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল রোববার (২৭ জুন) ৪৭০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৬২ জনের। সে হিসাবে শনাক্তের হার ৩৪ দশমিক ৪৬, যা গত শনিবার ছিল ৪২ দশমিক ১৭।

ফরিদপুরে নতুন করে যে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে আলফাডাঙ্গায় ১৩, ভাঙ্গায় ২, বোয়ালমারীতে ১২, নগরকান্দায় ১১, মধুখালীতে ১২, সদরপুরে ১১, চরভদ্রাসনে ৪, ফরিদপুর সদরে ৯৩ এবং সালথায় ৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটে হাসপাতালে যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে আইসিইউতে মারা গেছে দুজন এবং করোনা ওয়ার্ডে মারা গেছেন একজন।

তারা হলেন ফরিদপুর সদরের চতর এলাকার আব্দুস সালাম (৭০) ও ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী মহল্লার মোস্তফা কামাল (৭৭) এবং মাদারীপুর সদরের রাজ্জাক মোল্লা (৬৫)।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে মোট করোনায় আক্রান্ত ১২ হাজার ৫০৫ জন। ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন ২১৫ জন।

করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, হাসপাতালে সোমবার সকাল পর্যন্ত ১৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ১১৬ জন।

এনএ