সাভারের হেমায়েতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আনিসুজ্জামান (৫২) নামে এক সাবেক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আনিসুজ্জামান পাবনার চাটমোহর থানার বোয়ালিয়া গ্রামের মৃত জাবেদ আলী মিয়ার ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। অবসরের পর তিনি সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় বসবাস করতেন। 

হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে আনিসুজ্জামান মোটরসাইকেলযোগে নবীনগর হয়ে পল্লীবিদ্যুৎ এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। এ সময় মোটরসাইকেল দুর্ঘটনায় তাকে সড়কে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে তিনি কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে- আনিসুজ্জামান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন। 

সাভার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাহিদুল মাহিদ/আরএআর