করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলছে সাত দিনের কঠোর লকডাউন। বান্দরবানেও লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গত তিন দিনে লকডাউন অমান্য করায় ১০৬ মামলায় ৩৬ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অকারণে বাইরে ঘোরাঘুরির জন্য মামলা, অর্থদণ্ড পাশাপাশি কান ধরার শাস্তিও দিতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লকডাউন বাস্তবায়নে জেলা সদরসহ সাতটি উপজেলায় জেলা প্রশাসনের ১৮টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে র‌্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে যাচ্ছে।

জেলা প্রশাসনের তথ্য মতে, গত তিন দিনে বান্দরবানে লকডাউন অমান্য করে সড়কে ঘোরাফেরাসহ বিভিন্ন অপরাধে ১০৬ মামলায় ৩৬ হাজার ৩৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো.কায়েসুর রহমান বলেন, আমরা স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য সড়কে অবস্থান করছি। জনসাধারণের উচিত অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা।

রিজভী রাহাত/এসপি