ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। বুধবার (০৭ জুলাই) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় জেলায় ২২৫টি নমুনা পরীক্ষা করে ১০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন আধুনিক সদর হাসপাতালে এবং একজন একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। নিহতদের বয়স ৫০ থেকে ৬৮ বছরের মধ্যে। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে। 

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৪ জন, বালিয়াডাঙ্গীতে ১৩ জন, রাণীশংকৈলে ২০ জন, হরিপুরে সাতজন ও পীরগঞ্জে ২৪ জন রয়েছেন। এ সময় সুস্থ হয়েছেন ১৩২ জন। ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬০৬ জন ও মারা গেছেন ১০৪ জন।

নাহিদ রেজা/এসপি