পদ্মা-যমুনা নদীর মোহনায় মিলল ১৩ কেজি ওজনের বোয়াল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনায় ১৩ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়েছে। শনিবার (১০ জুলাই) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে নিরঞ্জন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটিকে তিনি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে যান। ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাজাহান শেখ ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

এর পরে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মুঠোফোন ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মায় এত বড় বোয়াল খুব কম পাওয়া যায়। বোয়াল মাছের বেশি চাহিদা থাকায় তিনি এই মাছটি কিনে নেন।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মা থেকে এখনো বড় বড় আকৃতির মাছ হারিয়ে যায়নি। প্রতি দিনই পদ্মায় বাঘাইড়, পাঙাশ, কাতলসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে।

মীর সামসুজ্জামান/রাজবাড়ী