হাসপাতাল থেকে আদালতে নেওয়া হয়েছে সাংবাদিক তানুকে
সাংবাদিক তানভির হাসান তানু
ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের (আইসিটি অ্যাক্ট) মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক তানুকে হাসপাতাল থেকে আদালতে নেওয়া হয়েছে। রোববার (১১ জুলাই) দুপুর ১২টায় সাংবাদিক তানুকে হাসপাতাল থেকে আদালতে পাঠানো হয়।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডালিম কুমার রায়। তবে এখন পর্যন্ত রিমান্ডের আবেদনের বিষয়ে জানেন না এই তদন্ত কর্মকর্তা।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (১০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার সাংবাদিক তানভির হাসান তানু অসুস্থ হয়ে পড়ায় তাকে হাজত থেকে হাসপাতালে নেয় সদর থানা পুলিশ।
নাহদি রেজা/এনএ
বিজ্ঞাপন