বাগেরহাটে এক দিনে ৪৫১ নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় দুইজনের মৃত্যু হয়েছে। নতুন দুইজনসহ জেলায় মোট মৃতের সংখ্যা ১০০ এ পৌঁছাল। মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৬৫ জন।

এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫১ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনা চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২১৩ জন। রোববার (১১ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৫ জন, মোল্লাহাটে ২৭, ফকিরহাটে ৩২, চিতলমারী ৪, মোড়েলগঞ্জে ৭, রামপালে ৪, মোংলায় ৯ এবং শরণখোলায় ১৬ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, ২৪ ঘণ্টায় ৪৫১ নমুনায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়। শতকরা হিসেবে শনাক্তের হার প্রায় ৩২ শতাংশ। এটা সংক্রমণের হারের দিক থেকে কিছুটা কম। এই অবস্থায় জনগণকে আরও বেশি সতর্ক থাকতে হবে।

তানজীম আহমেদ/এমএসআর