অভিযান শেষে সিটিটিসি প্রধান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ ঘটনায় সিটিটিসি জঙ্গিদের কাছ থেকে ‘হুমকি’ পেয়েছে। 

রোববার (১১ জুলাই) রাত ১২টার দিকে অভিযান শেষে এ তথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান। এর আগে সন্ধ্যা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। রাত দশটার দিকে অভিযান শুরু হয়। বাড়িটি থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘আপনাদের অবগতির জন্য এবং সতর্কতার জন্য বলি, আমরা এখানে অভিযান পরিচালনাকালে, তাদের (জঙ্গি) পক্ষ থেকে একটি হুমকি এসেছে এবং তারা পোস্ট দিয়েছেন। তারা সেকেন্ডারি অ্যাটাকের পরিকল্পনা করেছেন। আমরা সবাই সতর্ক থাকব।’ 

তিনি বলেন, ‘গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার ও বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। ওই ঘটনা তদন্তে মোটরসাইকেলসহ আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই বোমা আড়াইহাজারে নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় মাদরাসার পাশে এ আস্তানায় তৈরি করা হয়।’

তিনি বলেন, ‘বোমাগুলো ছিল শক্তিশালী আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)। সেগুলো খুব শক্তিশালী। দুটি বোমার শব্দে পুরো এলাকা কম্পিত হয়। আরেকটি একটু কম শক্তিশালী। এসব বোমা এ কারখানার মামুন নিজেই তৈরি করতেন।’

তিনি আরও বলেন, ‘মামুন জঙ্গি গ্রুপের সঙ্গে জড়িত। তিনি জঙ্গিগোষ্ঠীর সামরিক সদস্য। তাদের এমন সামরিক সদস্যের সংখ্যা খুবই লিমিটেড হয়। তারা সাধারণত কোনো হামলা সংগঠিত করতে পরিকল্পনা করে থাকেন।’

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘মামুন জেএমবির নব্য সদস্য। তারা বিভিন্ন পয়েন্টে হামলার জন্য এখানে বোমা তৈরি করছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তাৎক্ষনিকভাবে এখানে অভিযান পরিচালনা করা হয়। পরে এখানে আরেকজনকে আমরা ধরি, তার দেওয়া তথ্যে বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় আরও একটি বাসা ঘিরে রাখা হয়েছে। সেখানে অভিযান চালানো হবে।’

রাজু আহমেদ/আরএইচ