ভুক্তভোগী দুই ব্যবসায়ী

সাভারের আশুলিয়ায় দুই ব্যবসায়ীকে প্রাইভেটকারে তুলে নিয়ে সাড়ে পাচঁ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১০ জানুয়ারি) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানার পুরাতন ভবনের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।  

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দুপুরে ব্যবসায়িক কাজে একটি বেসরকারি ব্যাংকের ইপিজেড শাখা থেকে টাকা তুলে রিকশাযোগে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী মোশাররফ ও হেলাল উদ্দিন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রাইভেটকার নিয়ে এসে তাদের গতিরোধ করে এবং জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেয়। পরে চোখ বেঁধে ও মারধর করে তাদের সঙ্গে থাকা ৫ লাখ ৭১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা নির্জন স্থানে তাদের ফেলে রেখে পালিয়ে যায়। 

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক বা ছিনতাইকৃত টাকা উদ্ধার করা প্রাথমিকভাবে সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।

আরএআর