করোনায় আক্রান্ত হয়ে নেত্রকোনায় এক দিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ করোনায় শনাক্ত হয়েছে ১১২ জনের। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪১ জনে দাঁড়িয়েছে।

মহামারি করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৯৫ জনে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে নেত্রকোনার সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ২৪ ঘণ্টায় জেলার সদর উপজেলার এক নারী জেলা হাসপাতালে এবং কলমাকান্দার পাচগাঁওয়ে একজন নিজবাড়িতে মৃত্যুবরণ করেন। তারা দুজনই করোনা আক্রান্ত ছিলেন।

এছাড়া ২৪ ঘণ্টায় নেত্রকোনার ৩০০ নমুনা পরীক্ষা করা হলে নতুন করে আরও ১১২ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে ৭৪ জন পুরুষ এবং ৩৮ জন নারী রয়েছেন।

২৪ ঘণ্টায় শনাক্তরা হলেন সদর উপজেলায় ৫০ জন, মোহনগঞ্জে ১৯ জন, বারহাট্টায় ২ জন, কেন্দুয়ায় ৭ জন, মদনে ৩ জন, পূর্বধলায় ৪ জন, কলমাকান্দায় ১১ জন, আটপাড়ায় ৮ জন এবং দুর্গাপুর উপজেলায় ৮ জন।

সিভিল সার্জন সেলিম মিয়া বলেন, এ পর্যন্ত মোট ২০ হাজার ৭৬১ নমুনার রির্পোটে ২ হাজার ২৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা ১১ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২৮২ জন। যা শতকরা ৫৫ দশমিক ৮৬ শতাংশ। মারা গেছেন ৪১ জন।

জিয়াউর রহমান/এমএসআর