করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া দুস্থ, অসহায় ও হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ত্রাণসহায়তা প্রদান করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে খাদ্যসহায়তা প্রদান করা হয়।

ত্রাণসহায়তার প্রতিটি ব্যাগের মধ্যে রয়েছে চাল ১০ কেজি, ডাল ৫ কিজি, আটা ৩ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি , তেল ১ লিটার,  হুইল সাবান ১টি,  লাইফবয় সাবান ১টি।

জানা যায়, শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠ, প্যাদাবাড়ি মাঠ, মহিলা আনসার ক্যাম্প মাঠ, বাধঘাট গুচ্ছ গ্রাম ও দুমকীর লেবুখালী এলাকার দরিদ্র ৫০০ পরিবার বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই ত্রাণসহায়তা পায়।

ত্রাণ নিতে আসা অসহায় হানিফা বলেন, ‘করোনার কারণে আমার বাসার খাবার শেষ হয়ে গিয়েছিল। আজ বিদ্যানন্দ ত্রাণ দিল, আজ ভালোমন্দ খেতে পারব।’ 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সালমান খান ইয়াসিন ঢাকা পোস্টকে বলেন, করোনা শুরু থেকে ধারাবাহিকভাবে কর্মহীন মানুষের জন্য খাবার সরবরাহ করছি। ত্রাণ কর্যক্রম পার্বত্য এলাকা থেকে শুরু করেছি।

তিনি বলেন, এরপর ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছি। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীতে এসেচি। আজ পটুয়াখালীতে ৫০০ পরিবারকে ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবার ২১ কেজি করে নিত্যপণ্য পাচ্ছে।
  
সালমান খান ইয়াসিন আরও বলেন, এতে একটি পরিবার দুই সপ্তাহ ভালোভাবে জীবন কাটাতে পারবে। বিদ্যানন্দ ফাউন্ডেশন মানুষকে ঘরে রাখতে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। যাতে এই সব মানুষ ঘরে থাকে।

বিতরণ কার্যক্রমে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঢাকা থেকে আগত সেচ্ছাসেবক মিজানুর রহমান সৈকত, সালমান খান ইয়াসিন, হাবিবুর রহমান সমরাট, রিপন মারডি, জয় টুডু, পটুয়াখালীর স্বেচ্ছাসেবক সওকত ওসমান রিপন, সাইদুর রহমান সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসআর