চুয়াডাঙ্গায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩১
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৭। এদিন নতুন করে আরও ১৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
এদিন জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৪৯৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ১৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১৩১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৬৪ জন, আলমডাঙ্গার ২৫ জন, দামুড়হুদায় ১৭ জন ও জীবননগরের ২৫ জন রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরাম ঢাকা পোস্টকে বলেন, জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫৫। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনই হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞাপন
আফজালুল হক/এনএ