মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৮২ জন। শনাক্তের হার ২২ দশমিক ৫৮ শতাংশ। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নতুন আক্রান্ত ৮২ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ২৪ জন, সিংগাইরে ২৩, সাটুরিয়ায় ৬, শিবালয়ে ৯, হরিরামপুরে ৭, ঘিওরে ৮ এবং দৌলতপুরে পাঁচজন রয়েছেন। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৬ হাজার ৩৫ নমুনায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৫৭ জন। ২ হাজার ৪৯৩ জন সুস্থ হয়েছেন। অন্যরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলা এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৩ জন।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) কাজী একেএম রাসেল জানান, ২৪ ঘণ্টায় ১০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১১ জন। এদের মধ্যে পজিটিভ রোগী রয়েছেন ৬৮ জন এবং আইসোলেশনে রয়েছেন ৪৩ জন।

সোহেল হোসেন/এমএসআর