বাগেরহাটে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৮ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

এছাড়া উপসর্গ নিয়ে ৪ উপজেলায় চারজন মারা গেছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা  ৫ হাজার ৬৩ জন। মোট মৃত্যুর সংখ্যা ১০৪ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন।

বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনায় আক্রান্ত ১ হাজার ৩৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৩৭ জন, মোল্লাহাটে ১৭, ফকিরহাটে ১৬, মোড়েলগঞ্জে ৪, মোংলায় ১, কচুয়ায় ৫, চিতলমারীতে ৩ এবং শরণখোলায় ৫ জন রয়েছেন।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, কোভিড আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ছাড়াও উপসর্গ নিয়ে চার উপজেলায় চারজন মারা গেছেন।
সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, ২৪ ঘণ্টায় ৩২৩ নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ১০০ পার করেছে আরও দুই দিন আগে। এখনও যদি সবাই সচেতন না হয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে জানান তিনি।

তানজীম আহমেদ/এমএসআর